মুজিবনগরে বালিবাহী ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
এম চোখ ডটকম, মুজিবনগর :
মেহেরপুরের মুজিবনগর উপজেলায় বালিবাহী ট্রাকের চাপায় বাঁধন মন্ডল (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (১০ জানুয়ারি) দুপুর ২টা ৩০ মিনিটের দিকে উপজেলার ভবেরপাড়া–সোনাপুর সড়কের মধ্যবর্তী স্থানে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত বাঁধন মন্ডল ভবেরপাড়া গ্রামের বাসিন্দা। তিনি শিবাস্তিন মন্ডলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভবেরপাড়া গ্রামের মৃত অনিল মন্ডলের বাড়ির সামনে একটি বালিবাহী ট্রাক বালি নামিয়ে চলে যাওয়ার সময় ব্যাক করছিল। এ সময় ভবেরপাড়া গ্রাম থেকে মোটরসাইকেলে কেদারগঞ্জ বাজারের উদ্দেশ্যে রওনা দেন বাঁধন মন্ডল। ঘটনাস্থলে পৌঁছালে ট্রাকের পেছন দিক দিয়ে বের হওয়ার সময় বালির ওপর মোটরসাইকেলটি স্লিপ করে পড়ে যায়। ঠিক সেই মুহূর্তে ট্রাকটির পেছনের চাকায় পিষ্ট হয়ে বাঁধন মন্ডল গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনাকবলিত বালিবাহী ট্রাকটি চালাচ্ছিলেন রিপন (৩৫)। ট্রাকটির নম্বর কুষ্টিয়া (ট-১১-২৬-৪৭)। জানা গেছে, বালির ক্রেতা বা মালিক ছিলেন অনিল মন্ডলের জামাই মিল্টন মন্ডল, পিতা—কোন্ন মন্ডল।
এ বিষয়ে মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি আটক করে থানায় হেফাজতে নিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মুজিবনগরে বালিবাহী ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
1