মেহেরপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট প্রাসঙ্গিক আইন ও বিধিবিধান বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে
এম চোখ ডটকম, মেহেরপুর :
মেহেরপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট প্রাসঙ্গিক আইন এবং বিধিবিধান বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আয়োজন করা হয়।
জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক খতুনে জান্নাতের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবির। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের বিভিন্ন আইন ও বিধিবিধান বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরিকুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, জেলা নির্বাচন অফিসার এনামুল হক, সদর উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলাম, গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেনসহ সরকারী সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।