ওয়াজ মাহফিলে জুয়ার গন্ধ ! অবশেষে বন্ধ
স্টাফ রিপোর্টার:
বন্ধ হয়ে গেল মেহেরপুরের গাংনী উপজেলার গাড়াডোব গ্রামের আলোচিত ওয়াজ মাহফিল। অভিযুক্ত অনলাইন জুয়াড়ি আনোয়ার হোসেন তার বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই অনুষ্ঠান আয়োজন করায় সমাজে তীব্র ক্ষোভ দেখা দেয় না। প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ফুটবল মাঠ দখল করে বড় ধরনের জমায়েত করায় নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন হয়।
জানা গেছে, সোমবার দিবাগত রাতে ওয়াজ মাহফিল চলা অবস্থায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে অভিযুক্ত আনোয়ারের ভাই সানোয়ারের নামে নোটিশ করে উপজেলা প্রশাসন। গাংনী উপজেলা সহকারী রিটার্নিং অফিসারের দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন স্বাক্ষরিত কারণ দর্শানোর চিঠি দেওয়া হয়।
কারণ দর্শানোর চিঠিতে বলা হয়েছে, এই ধরনের বড় জমায়েত করার বিষয়ে রিটার্নিং কর্মকর্তার পূর্ব অনুমতি প্রয়োজন। অনুমতি না নিয়ে প্যান্ডেল ও তোরণ দ্বারা সজ্জিত করা হয়েছে যা নির্বাচনী আচরণবিধিমালার পরিপন্থী। রাজনৈতিক দল ও প্রার্থীর নির্বাচনী আচরণ বিধিমালা ২০২৫ লংঘন করায় আয়োজকদের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে না তা জানাতে ২৪ ঘন্টার সময় বেঁধে দেওয়া হয়। উক্ত সময়ের মধ্যে জবাব দিতে ব্যর্থ হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুশিয়ার করা হয়।
জানা গেছে, কারণ দর্শানোর নোটিশ পাওয়ার পরেই মাহফিলের কার্যক্রম বন্ধ করে দেয়। মঙ্গলবার দ্বিতীয় দিনের ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু সকাল থেকেই প্যান্ডেল এবং প্রধান গেটের সাজসজ্জা খুলে তা অপসারণ করতে দেখা গেছে। আগেই বন্ধ করে সরিয়ে নেওয়া হয়েছে মাইকগুলো।
জানা গেছে, বন্ধ হওয়ার আগে গত মঙ্গলবার রাতে মেহেরপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আখেরুজ্জামানের সভাপতিত্বে মাহফিল শুরু হয়। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত ক্বারী আলোচক মাওলানা জুবায়ের আহমাদ তাশরীফ, এ সময় ইসলামী সংগীত পরিবেশন করেন জনপ্রিয় শিল্পী আবু ওবাইদা।
অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন গাড়াডোব জলিবিলপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মোঃ হাসানুজ্জামান সিদ্দিকী। এছাড়াও অনুষ্ঠানটির আয়োজক মরহুম কিয়ামদ্দিন আলীর পরিবারবর্গের পক্ষে তার ছেলে ছানোয়ার হোসেন।
অভিযোগ রয়েছে, আনোয়ার হোসেন একজন অনলাইন জুড়াড়ি। অনলাইন জুয়ার অনেক মানুষ সর্বশান্ত হলেও আনোয়ার জিরো থেকে হিরো। গাড়ী, বাড়ী, অর্থ আর সম্পদের অভাব নেই। টাকা আছে বিধায় সে এলাকার মধ্যে গরুত্বপুর্ণ লোক বনে গেছেন। এই আনোয়ার হোসেনের পেছনে ঘোরে এলাকার অসংখ্য যুবক। যারা অনলাইনে আনোয়ারের পক্ষে পজিটিভি ন্যারেটিভ তৈরী করতে ব্যস্ত সময় পার করে। অপরদিকে রাজনৈতিক দলের কিছু নেতাকর্মী প্রকাশ্যে আনোয়ার হোসেনের এসব অনুস্ঠান বাস্তবায়নে মাঠে থাকে।
এদিকে এ ধরনের অনুষ্ঠানের প্রধান বক্তা ও ইসলামী সঙ্গীত শিল্পি জুয়ার টাকায় ওয়াজ করেছে মর্মে এলাকায় নিন্দার ঝড় বইছে। এ বিষয়ে বক্তা ও শিল্পিদের কোন বক্তব্য পাওয়া যায়নি।
জানা গেছে, অনলাইন জুয়ার টাকায় বিরাট ওয়াজ মাহফিল আয়োজন কাল টাকা সাদা করার পন্থা হিসেবেই দেখছে আইনশৃংখলারক্ষাকারী বাহিনী ও প্রশাসন। ওয়াজ মাহফিল আয়োজনের ঘটনায় নড়েচড়ে বসেছে প্রশাসন। একজন অনলাইন জুয়ার শীর্ষ এজেন্ট এবং পলাতক হিসেবে পুলিশের কাছে চিহ্নিত ব্যক্তি কিভাবে এমন আয়োজন করে এমন প্রশ্নের উত্তর মেলেনি এলাকায়।
জানা গেছে মেহেরপুর জেলার পুলিশ প্রশাসনের তালিকাভুক্ত অনলাইন জোয়ার শীর্ষ এজেন্ট গাড়াডোব গ্রামের মৃত কিয়াম উদ্দিন এর ছেলে আনোয়ার হোসেন। যার বিরুদ্ধে বিভিন্ন মামলার তদন্ত চলছে এবং পুলিশের চোখে সে রয়েছে পলাতক অথচ চিঠি ছাপিয়ে জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করে বাবার মৃত্যুবার্ষিকী। আজকে তার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার কথা ছিল খ্যাতিমান দার্শনিক ও রাষ্ট্রচিন্তক, পন্ডিত্র কুরআনের কাব্যানুবাদক জাগ্রত কবি আল্লামা মুহিব খান। গতকালকের ইসলামী বক্তাদের বক্তব্য ও আজকের অতিথি আসার কথা যাদের এসব বিষয় নিয়ে জেলা জুড়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। জেলার একজন চিহ্নিত পলাতক জুয়ারী কিভাবে প্রকাশ্য চিঠি করে নির্বাচনকালীন সময়ে নির্বাচনী সকল আচরণ ভঙ্গ করে ধর্মীয় সভার আয়োজন করে। স্থানীয় আলেম সমাজ এই ঘটনা তীব্র সমালোচনা করেছে।
তারা জানিয়েছেন একজন চিহ্নিত জোয়ারী তার বাবার মৃত্যুবার্ষিকী ইসলামে দিবস পালনে নিষিদ্ধ তিনি আবার একজন অনলাইন জুয়াড়ি। যার হাত ধরে হাজার হাজার যুবসমাজ ধ্বংসের পথে যাচ্ছে সেই ব্যক্তিই কিনা এ ধরনের ধর্মীয় আয়োজন করছে যার জন্য ভাবে। এটা আসলেই খুবই কষ্টদায়ক এবং যারা বক্তা এসেছেন তারাও সমালোচনার মুখে পড়েছেন।