222
এম চোখ ডটকম,গাংনী:
গাংনী উপজেলার ধাণখোলা ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে সারাফ হোসেন(৬) বছরের এক শিশুর মৃত্য হয়েছে।
আজ শনিবার দুপুরে উপজেলার ধানখোলা ইউনিয়নের ভাটপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু সারাফ হোসেন ভাটপাড়া গ্রামের পিন্টু মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে শনিবার সকালে শিশু সারাফ খেলার উদ্দেশ্যে তার বাড়ি থেকে বের হয়। দুপুর গড়িয়ে গেলেও পরিবারের লোকজন অনেকক্ষণ না দেখে তাকে খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে বাড়ির পাশের একটি পুকুরে সারাফ হোসেনের মরদেহ ভাসতে দেখে পথচারীরা । পরে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করেন।
স্থানীয়দের ধারণা,শিশু সারাফ পুকুর পাড়ে খেলতে গিয়ে অসাবধানবশত পুকুরে পড়ে গিয়ে মারা গেছে।