247
এম চোখ ডটকম,গাংনী: অমর একুশে ফেব্রুয়ারি শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মেহেরপুরের গাংনীতে আলোর পথে যুব উন্নয়ন সংস্থা’র উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।আজ মঙ্গলবার(২১ ফেব্রুয়ারি) সকালে আলোর পথে যুব উন্নয়ন সংস্থা’র নিজ কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংস্থাটির চেয়ারম্যান এহসান কবির সবুজ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্য হিসাবে রাখেন গাংনী যুব উন্নয়ন অফিসার আসাদুজ্জামান,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা যুব উন্নয়ন সহকারী কর্মকর্তা আবুল কালাম আজাদ। এসময় যুব উন্নয়ন কর্মকর্তা গন ও আলোর পথে যুব উন্নয়ন সংস্থার সদস্য বিন্দু উপস্থিত ছিলেন।