অজ্ঞাত মুমূর্ষ রোগীর চিকিৎসার দায়িত্ব নিলেন তত্ত্বাবধায়ক
এম চোখ ডট কম, মেহেরপুর :
দুর্ঘটনায় আহত ষাটোর্দ্ধ এক ব্যক্তি। রক্তমাখা তার সারা শরীর। নেই স্বজন কিংবা পরিচিতজন। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা পেলেও তার আরও উন্নত চিকিৎসা আর ওষুধের প্রয়োজন। এ অবস্থায় ওই রোগীর চিকিৎসার সকল প্রকা দায়িত্ব কাঁধে নিলেন মেহেরপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ জমির মোহাম্মদ হাসিবুস সাত্তার।
চিকিৎসকরা বলছেন, সড়ক দুর্ঘটনায় তার মাথা ও শরীরে বিভিন্নস্থানে গুরুতর আঘাতের ক্ষত সৃষ্টি হয়েছে।
জানা গেছে, ১১ ডিসেম্বর সকালে মেহেরপুর সদর উপজেলার এআরবি কলেজের সামনে দিনদত্ত ব্রিজের কাছে মুমূর্ষ অবস্থায় পড়ে ছিলেন ওই বৃদ্ধ। খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সেলিম রেজাসহ ফায়ার সার্ভিসের একটি দল তাকে উদ্ধার করে। দ্রুত তাকে নেয় মেহেরপুর জেনারেল হাসপাতালে। হাসপাতালে ভর্তি করা হলেও স্বজন না থাকায় প্রয়োজনীয় চিকিৎসা ও পথ্য ব্যবস্থা ছিল দুস্কর। খবর পেয়ে অসহায় এ রোগীর দিকে সহায়তার হাত বাড়িয়ে দেন হাসপাতালের তত্ত্বাবধায়ক। তার উদ্যোগে প্রয়োজনীয় চিকিৎসা হচ্ছে। তবে এখন মেলেনি স্বজনদের সন্ধান। চিকিৎসাধীন ওই বৃদ্ধ কথা বলতে না পারায় নাম ঠিকানাও মিলছে না।
এদিকে আজ সকালে এ বিষয়ে মেহেরপুরের চোখ ফেসবুক পেজে একটি পোস্ট দেওয়া হয়। এক ব্যক্তি পরিচয় নিশ্চিত করে হাসপাতালে ছুটে যান। তবে হাসপাতালে গিয়ে দেখেন তাদের পরিবারের হারানো ব্যক্তি নয় এই বৃদ্ধ। তাই নাম পরিচয় বিহীন অবস্থায়ই তার চিকিৎসা চলছে।