190
অবরোধের পক্ষে গাংনীতে বিএনপির ঝটিকা মিছিল
এম চোখ ডটকম,গাংনী:
অবরোধের পক্ষে মেহেরপুরের গাংনীতে ঝটিকা মিছিল করেছে বিএনপি। আজ সোমবার(৬ নভেম্বর) সকাল সাড়ে সাতটার দিকে গাংনী-সাহারবাটি সড়কের নওপাড়া বাজার এলাকায় গাংনী উপজেলা বিএনপির উদ্যোগে এ বিক্ষোভ করা হয়।
বিক্ষোভ মিছিল থেকে বিএনপি ঘোষিত এক দফা দাবি আদায় ও সরকারের পদত্যাগের দাবিতে স্লোগান দেওয়া হয়।
গাংনী উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলুর নেতৃত্বে বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা কৃষক দলের আহবায়ক মাহবুবুর রহমানসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।