অবরোধের প্রতিবাদে গাংনীতে সাবেক ছাত্রনেতা শিপুর নেতৃত্বে বিক্ষোভ সমাবেশ
এম চোখ ডট কম, গাংনী:
বিএনপির ডাকা অবরোধের প্রতিবাদে মেহেরপুরের গাংনী শহরে বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। মঙ্গলবার রাতে সাবেক ছাত্রনেতা শাহিদুজ্জামান সেপুর নেতৃত্বে বিক্ষোভ শেষে প্রতিবাদী সমাবেশ করা হয়।
সাবকে ছাত্রলীগ নতো শপিুর নতেৃত্বে উত্তরপাড়া থকেে এবং এমপি পত্নী মহলিা আওয়ামী লীগ নতো লায়লা আরজুমান বানুর নতেৃত্বে থানা সড়ক থকেে দুটি পৃথক বক্ষিোভ মছিলি শুরু হয়। থানা মোড়রে কাছে গয়িে দুটি মছিলি একত্রতি হয়। মছিলিটি শহর প্রদক্ষণি করে বাসস্ট্যান্ডে সমাবশেরে মাধ্যমে সমাবশেে মলিতি হয়।
বক্ষিোভ মছিলি থকেে বএিনপি জামাতকে রাজপথে না আসার জন্য সর্তক করে স্লোগান দযে় নতোর্কমীরা।
সমাবশেে সাবকে ছাত্রনতো শাহদিুজ্জামান সপিুর সঞ্চালনায় বক্তব্য রাখনে এমপি পত্নী লায়লা আরজুমান বানু, উপজলো আওয়ামী লীগরে সাবকে সাংগঠনকি সম্পাদক মনরিুজ্জামান, গাংনী পৌর আওয়ামী লীগরে সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু, বামুন্দি ইউনযি়ন চযে়ারম্যান ওবাইদুর রহমান কোমল, উপজলো শ্রমকি লীগ আহ্বায়ক মনরিুল ইসলাম মন,ি যুগ্ম আহবায়ক আবুল বাসার, সাবকে ছাত্রলীগ নতো জুবায়রে হোসনে উজ্জ্বল ও তানভরিুল ইসলাম উজ্জ্বলসহ নতেৃবৃন্দ।