অবৈধভাবে মুজিবনগর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের সময় নারী সহ আটক দুই।
এম চোখ ডটকম,মুজিবনগর:: অবৈধভাবে সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের সময় মুজিবনগরের সোনাপুর বাজার থেকে এক নারী সহ দুই জন আটক করেছে বিজিবি । বুধবার দিবাগত মধ্যরাতে মুজিবননগর উপজেলার সোনাপুর বাজারের বিজিবি টহলদল তাদেরকে আটক করে । আটককৃতরা হলেন উম্মে কুলসুম (৩৩), পিতা ছালামত উল্লাহ, সাং কেরুনতলী, থানা-টেকনাফ, জেলা- কক্সবাজার । এনামুল হক (২৫), পিতা-মৃত আয়ুব আলী;সাং- মাঝপাড়া ,থানা- মুজিবনগর, জেলা- মেহেরপুর। এ বিষয়ে মুজিবনগর থানার অফিসার ইনচার্জ ওসি উজ্জ্বল দত্ত জানান বিজিবি কর্তৃক আটককৃত বাংলাদেশি নাগরিকদের কে অবৈধভাবে সীমান্ত পারাপারের চেষ্টার অপরাধে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে সোপর্দ করা হয়েছে ।