অর্থের অভাবে চিকিৎসা থেমে যাওয়া আজিজুল হকের সুচিকিৎসা নিশ্চিত করল বাংলাদেশ ব্লাড ডোনেট সোসাইটি
এম চোখ ডটকম, গাংনী :গাংনী উপজেলার আজিজুল হক (৬০) নামে এক অসহায় ব্যক্তির চিকিৎসা খরচের অভাবে চিকিৎসা থেমে যাওয়া পরিস্থিতি কাটিয়ে, বাংলাদেশ ব্লাড ডোনেট সোসাইটি (BBDS) এর সহ-সভাপতি সাহাবুল হক এবং সদস্য এম.ডি. জায়েদ খান শুকুরকান্দি গ্রামের আজিজুল হককে মেহেরপুর জেনারেল হাসপাতাল ও সোনো ল্যাব এ সুচিকিৎসার জন্য ভর্তি করান।
বাংলাদেশ ব্লাড ডোনেট সোসাইটি (BBDS) এর উদ্যোগে আজিজুল হককে চিকিৎসা নিশ্চিত করেন মেহেরপুর জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা: হাসিবুল ইসলাম। এই উদ্যোগের ফলে আজিজুল হক আবারও চিকিৎসা গ্রহণের সুযোগ পান।
এ সময় উপস্থিত ছিলেন BBDS এর কেন্দ্রীয় সভাপতি ইব্রাহিম হোসেন ও নবীন সদস্য সৌরভ হোসেন।
এছাড়াও, আজিজুল হকের চিকিৎসার সকল খরচ, তার ঔষধসহ মেডিক্যাল সেবার সকল খরচ বহন করেছে বাংলাদেশ ব্লাড ডোনেট সোসাইটি (BBDS)।
বাংলাদেশ ব্লাড ডোনেট সোসাইটির এই মানবিক উদ্যোগের ফলে আজিজুল হক পরিবারে ফিরেছেন নতুন আশার আলো। BBDS এর এই সহানুভূতির জন্য তারা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।