217
আইএফআইসি ব্যাংক মুজিবনগর উপশাখার প্রতিবেশী উৎসব অনুষ্ঠিত
এম চোখ ডটকম,মুজিবনগর: : আইএফআইসি ব্যাংক মেহেরপুরের মুজিবনগর উপ শাখায় বৃহস্পতিবার প্রতিবেশী উৎসব অনুষ্ঠিত হয়েছে। উৎসবে ভাপা পিঠা, চিতই পিঠা, পাকান পিঠা, পুলি পিঠা, পাটিসাপটা পিঠা, জামাই পিঠা, মুড়ির মোয়া ও খোরমার আয়োজন করা হয়। মুজিবনগর উপ শাখার অফিসার ইনচার্জ এস এস আবদুল্লাহ আল মুনেমনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথী ছিলেন মেহেরপুর ব্রাঞ্চের ম্যানেজার সাদেকুল্লা, বিশেষ অতিথি ছিলেন কাস্টমার সার্ভিসেস ম্যানেজার কাজী আতাউল ইয়ামিন, প্রধান অতিথী বলেন, আইএফআইসি মুজিবনগর উপ শাখার বিভিন্ন অ্যাকাউন্ট হলো সকল শ্রেণী পেশার মানুষের তাই এই ব্যাংকে সকল লেনদেন করে আমাদের পাশে থাকবেন আমরা আপনাদের পাশে আছি। পরে অনুষ্ঠানে উপস্থিত অতিথীদেরকে পিঠা দিয়ে আপ্যায়ন করা হয়।