এম চোখ ডটকম, মেহেরপুর ::
মেহেরপুর জেলা আইনশৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত মোতাবেক শহরবাসীর নিরাপত্তা বিধানকল্পে শহরের প্রায় সকল গুরুত্বপূর্ণ স্থান ৯৬টি পয়েন্ট সিসিটিভির আওতায় আনা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসন কার্যালয়ে ভারচুয়ালে উপস্থিত থেকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও জেলা আইনশৃঙ্খলা কমিটি উপদেষ্টা ফরহাদ হোসেন এমপি এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড মুনসুর আলম খান।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মৃধা মোঃ মোজাহিদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রিপন প্রমুখ।
জেলা প্রশাসক ড মুনসুর আলম খান জানান,
স্থাপিত সিসি টিভির মাধ্যমে জেলা প্রশাসকের কার্যালয় ও পুলিশ সুপারের কার্যালয় হতে সার্বক্ষণিকভাবে শহরের দৃশ্যমান কার্যাবলী মনিটরিং করা সম্ভব হচ্ছে। তাছাড়াও শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত শহিদ ডঃ সামসুজ্জোহা পার্কে স্থাপিত এলইডি স্ক্রিনের মাধ্যমে সর্বসাধারণ এই কার্যক্রম অবলোকন করতে পারবেন।