আওয়ামী মৎস্যজীবী লীগ মুজিবনগর উপজেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ।
এম চোখ ডটকম,মুজিবনগর: : বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ মুজিবনগর উপজেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে । শনিবার বিকেলে মুজিবনগর কমপ্লেক্স অডিটোরিয়ামে অনুষ্ঠিত সম্মেলনে আওয়ামী মৎস্যজীবী লীগ মুজিবনগর উপজেলা শাখার সভাপতি মহাসিন আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক এ্যাড: ইব্রাহিম শাহীন । আওয়ামী মৎস্যজীবী লীগ মুজিবনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ফারুক হোসেন শাহিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম তোতা, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন , আওয়ামী মৎস্যজীবী লীগের মেহেরপুর জেলা শাখার সভাপতি শরীফ উদ্দিন নিকুল , সাধারণ সম্পাদক আসকার মিয়া । এছাড়া মুজিবনগর উপজেলার সকল ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের আওয়ামী মৎস্যজীবী লীগের সকল নেতাকর্মী উপস্থিত ছিলেন । অনুষ্ঠান শেষে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ মুজিবনগর উপজেলা শাখার কমিটি ঘোষণা করা হয় । মুজিবনগর উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি পদে মহসিন আলী , সহ-সভাপতি আব্দুল মান্নান, সহ-সভাপতি আব্বাস আলী , সাধারণ সম্পাদক ফারুক হোসেন শাহিন ও যুগ্ম সাধারণ সম্পাদক মজিবার রহমানের নাম ঘোষণা করা হয় এবং এই কমিটি সকলের সহযোগিতায় পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।