আওয়ামী লীগের মনোনয়নপত্র নিলেন মুকুল
এম চোখ ডট কম, গাংনী:
গাংনী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান মুকুল আওয়ামী লীগের মনোনয়নপত্র নিয়েছেন। মেহেরপুর-২ (গাংনী) আসনে দলীয় মনোনয়ন (নৌকা) পেতে তিনি শনিবার বিকেলে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি। রাজধানীর ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়নপত্র সংগ্রমের সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আক্তারুজ্জামান বাবু, উপজেলা যুবলীগ সহ সভাপতি নবীরুদ্দীন, উপজেলা ছাত্রলীগ সভাপতি আমিনুল ইসলাম সেন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক তুহিন রেজা, পৌর ছাত্রলীগ সভাপতি ডালিম রানা, সাধারণ সম্পাদক নাছিরুল হক মোহন ও ছাত্রলীগ নেতা মশিউর রহমানসহ নেতৃবৃন্দ।
২০২২ সালে চমক দেখিয়ে গাংনী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে আসেন মোখলেছুর রহমান মুকুল। পদ প্রত্যাশী অনেক নেতাকে পেছনে ফেলে মুকুল এখন সামনের কাতারে। সম্মেলনের পর থেকে নানাভাবে মাঠের রাজনীতিতেও সৃষ্টি করেছেন আলোড়ন। দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের একজন শক্ত প্রার্থী হিসেবেই দেখা হচ্ছে আওয়ামী লীগের ত্যাগী এই নেতাকে।
২০১৪ সাল পর্যন্ত মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদে থাকার পর পদ শূণ্য হয়ে পড়েন মোখলেছুর রহমান মুকুল। এর আগে ছিলেন গাংনী উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক হিসেবে। ১৯৭৯ সালে মেহেরপুর সরকারি কলেজ ছাত্রলীগের মাধ্যমে আনুষ্ঠানিক রাজনৈতিক জীবনে প্রবেশ। আপাদমস্তক একটি রাজনৈতিক পরিবারের মানুষ হিসেবে তাদের পরিচিতি। আখতারুজ্জামান বাবুসহ পরিবারের লোকজন পাশে থেকে সাহস জোগায় মুকুলকে। বাবুর সাংগঠনিক দক্ষতাও নেতাকর্মীদের কাছে প্রসংশিত।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে আসার পর মেহেরপুর-২ (গাংনী) আসনের গ্রাম থেকে শহর পর্যন্ত গণসংযোগ করে যাচ্ছেন মুকুল ও তার ভাই বাবু। এছাড়াও গাংনী থানা রোডে বাড়ির সাথে খোলা ব্যক্তিগত কার্যালয়েও চলে রাজনৈতিক নানা কার্যক্রম। তাছাড়া সাম্প্রতিক সময়ে বিএনপি-জামায়াতের ডাকা হরতাল অবরোধ বিরোধী আন্দোলনেরও মোখলেছুর রহমান মুকুলের নেতৃত্বে নেতাকর্মীরা রয়েছেন রাজপথে।