পিরোজপুর ইউপিতে আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীর লড়াই
এম চোখ ডট কম, মেহেরপুর:
মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে ভোট গ্রহণ ১৫ জুন। একইসাথে চার ইউপিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর মূল প্রতিদ্বন্দী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী। এছাড়াও রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন প্রার্থী।
প্রতিদ্বন্দী প্রার্থীরা হবেলন, বর্তমান চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুস সালাম বাবলু বিশ^াস (নৌকা), স্বতন্ত্র প্রার্থী হিসেবে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুস সালাম (আনারস) ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আবু বক্কর সিদ্দিকী (হাতপাখা)। আব্দুস সালাম পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।
এ নির্বাচনে মূলত লড়াই হচ্ছে আওয়ামী লীগ ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর মধ্যে। তবে কে জয়লাভ করবেন তা ভোটের দিনই বোঝা যাবে বলে মন্তব্য ভোটারদের।
আরও পড়ুন মেহেরপুর পৌরসভা ও চার ইউপি নির্বাচনের সরঞ্জাম বিতরণ
পিরোজপুর ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে ১ নং ওয়ার্ডে প্রতিদ্বন্দীতা করছেন রাহেলা (তালগাছ) , ময়না (বক), শাহিনুর (সূর্যমুখী ফুল)।
২ নং ওয়ার্ডের প্রতিদ্বন্দী প্রার্থীরা হলেন- স্বপ্না (হেলিকপ্টার), মেমেদা (তালগাছ), শাজেদা (সূর্যমুখী ফুল), আশানুর (বই), নাজেরা (বক), সালমা (মাইক)।
৩ নং ওয়ার্ডে বৃষ্টি (বক), আমেনা (মাইক), হালিমা (হেলিকপ্টার), আল্লাদী (তালগাছ) ও পারভীনা বই প্রতীক নিয়ে মাঠে আছেন।
পিরোজপুর ইউনিয়নে ১ নং ওয়ার্ডে সাধারণ ওয়ার্ড সদস্য (মেম্বর) পদে মাঠে প্রতিদ্বন্দীতা করছেন কাজেম আলী (টিউবওয়েল), শাহজাহান আলী (তালা), বাবলু মিয়া (ফুটবল), আনারুল ইসলাম (মোরগ)।
২ নম্বার ওয়ার্ডে কাবুল মন্ডল (ফুটবল), মন্টু বিশ্বাস (তালা), কালু মিয়া (টিউবওয়েল), শাহিদুল ইসলাম (মোরগ) ও ইমাদুল ইসলাম বৈদ্যুতিক পাখা প্রতীক নিয়ে মাঠে রয়েছেন।
৩ নং ওয়ার্ডে রাহিদুল (মোরগ), হাসান মুস্তাফিজুর রহমান (টিউবওয়েল), লালন বিশ্বাস (ফুটবল) এবং ৪নং ওয়ার্ডে অহিদুর রহমান ডাবলু (ফুটবল), রাজু আহমেদ (মোরগ) ও আদম আলী টিউবওয়েল প্রতীক নিয়ে মাঠে আছেন।
৫ নং ওয়ার্ডে মেজবাউল হক (মোরগ), মারুফুল হোসেন (ফুটবল), ইকবাল এনামুল কবীর (টিউবওয়েল) এবং ৬ নং ওয়ার্ডে আসাদুল (ফুটবল), ও আসাদুল হক মোরগ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দীতায় রয়েছেন।
৭ নং ওয়ার্ডের প্রার্থীরা হলেন- মামলত (ভ্যান গাড়ী), হামিদুল (টিউবওয়েল), জামাত (আপেল), ইস্কান্দার (মোরগ), সফের (ফুটবল), আরজান (তালা) ও ফজলুর রহমান (বৈদ্যুতিক পাখা)।
৮ নং ওয়ার্ডে আনোয়ারুল ইসলাম (ফুটবল), জিয়ারুল (মোরগ) এবং ৯ নম্বর ওয়ার্ডে রাফিজ আলী (মোরগ), আলমগীর (ভ্যান গাড়ী), সফের আলী (বৈদ্যুতিক পাখা), আজিজুল (ফুটবল), আসাদুজ্জামান (টিউবওয়েল) ও তহিদুল ইসলাম তালা প্রতীক নিয়ে মাঠে রয়েছেন।
আরও পড়ুন আইনশৃঙ্খলা বাহিনীর কেউ অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: পুলিশ সুপার