432
আজও ঝড় বৃষ্টির সম্ভাবনা !
এম চোখ ডট কম, ডেস্ক:
মেহেরপুর জেলাসহ দেশের আট জেলার উপর দিয়ে আজও বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি এবং অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। আজ বুধবার (২৪ মে) এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, কুষ্টিয়া, বগুড়া, পাবনা, রংপুর, রাজশাহী, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে আজ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি এবং অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ অঞ্চলের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বজ্রবৃষ্টি ও অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।