আধুনিকায়ন হচ্ছে মেহেরপুর জেনারেল হাসপাতালের চিকিৎসা সেবা….জন প্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন
এম চোখ ডটকম,মেহেরপুর:
আধুনিক চিকিৎসার সকল সূযোগ সুবিধা থাকবে মেহেরপুর জেনারেল হাসপাতালে। যেখানে প¦ার্শবর্তী জেলা চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া থেকে রোগীরা এখানে আসবেন চিকিৎসা সেবা নিতে। আজ বিকেলে মেহেরপুর জেনারেল হসাপাতালের ২৫০ শয্যা বিশিষ্ট অবকাঠোমোর উদ্বোধনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কথাগুলো বলেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেদ।
তিনি আরো বলেন, এ হাসপাতালে আইসিউ, সিসিইউ ও এইসডির সুবিধা থাকছে। থাকছে কিডনি রোগীদের জন্য ডায়ালাইসিসের ব্যবস্থা। সকল যন্ত্রাংশ হাসপাতালে পৌঁছে গেছে। ১১ তলা ভবনের ইতোমধ্যে ৮ তলা ভবনের কাজ শেষ হয়েছে। দ্রæত ১১ তলার কাজ সম্পন্ন হবে। রোগ নির্নয়রে জন্য থাকবে সিটিস্কিন ও এম.আর আই মেশিন সহ আধুনিক সব যন্ত্রপাতি। এক কথায় অন্য কোন জেলা হাসপাতালে নেয় এসব সূযোগ সুবিধা।
দুপুরে নতুন অবকাঠামোর উদ্বোধন করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরাহদ হোসেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শামিম হোসেন, মেহেরপুর জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ জমির মোঃ হাসিবুস সাত্তার, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী শম্ভু রাম পাল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম. এ খালেক সহ হাসপাতেল চিকিৎসক, আওয়ামী লীগের নেতা-কর্মীরা সেখানে উপস্থি ছিলেন।
১১ তলা বিশিষ্ট নতুন এ অবকাঠো নির্মাণে ব্যায় হয়েছে ৫৮ কোটি টাকা।