আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে গাংনীতে প্রস্তুতি সভা
এম চোখ ডটকম,গাংনী:
২১ শে ফেব্রæয়ারী শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালেন মেহেরপুরের গাংনীতে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে গাংনী উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে আয়োজিত এ সভায় সরকারিভাবে দিবসটি পালনে নানা কর্মসুচী গ্রহণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাংনী উপজেলা নির্বাহি অফিসার প্রিতম সাহা। সভায় আরও উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম, বিশিষ্ট কথাসাহিত্যিক রফিকুর রশীদ রিজভী, গাংনী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার প্রতিনিধি ডা: আদিলা আজহার আরশী, গাংনী প্রেস ক্লাবের সভাপতি তৌহিদ উদ দৌলা রেজা, বীর মুক্তিযোদ্ধা মুন্তাজ আলী, ইটভাটা মালিক সমিতির উপজেলা সভাপতি হাজী এনামুল হক। অনুষ্ঠানে বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশগ্রহণ করেন।