আবারো গাংনীর উন্নয়নের সুযোগ চাইলেন স্বতন্ত্র প্রার্থী মকবুল হোসেন
এম চোখ ডট কম, গাংনী :
আবারও গাংনীর উন্নয়নের জন্য সুযোগ চাইলেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মেহেরপুর-২ স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন। মানুষের পাশে থাকার দীর্ঘ সময়ের কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, মাটি ও মানুষের টানেই রাজনীতি করছি। মানুষের পাশে ছিলাম, আছি এবং জীবনের শেষ সময় পর্যন্ত থাকব বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
শুক্রবার দুপুর থেকে রাত অবধি গাংনী উপজেলার বামুন্দী ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভায় ট্রাক প্রতীকে ভোট কামনা করেন তিনি।
গণসংযোগকালে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের সঙ্গে আরও উপস্থিত ছিলেন, মেহেরপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ইয়াসিন রেজা, অ্যাড ফিরোজুল আলম, গাংনী উপজেলা যুবলীগের সহ সভাপতি আল ফারুক, গাংনী পৌর যুবলীগের সহ সভাপতি আশরাফুল আলম বাবু, শ্রমিক লীগ নেতা হবিবুর রহমান হবিসহ নেতৃবৃন্দ।