আমঝুপিতে সুবাহ সামাজিক উন্নয়ন সংস্থায় তামাক নিয়ন্ত্রণ বিষয়ক আলোচনা সভা
এম চোখ ডটকম, বারাদী:
মেহেরপুর সদর উপজেলার আমঝুপিতে সুবাহ সামাজিক উন্নয়ন সংস্থা, বাংলাদেশ তামাক বিরোধী জোট ও ওয়াক ফর বেটার বাংলাদেশ (ডাব্লিউবিবি) টাস্ট এর আয়োজনে”স্থানীয় সরকার প্রতিষ্ঠানের তামাক নিয়ন্ত্রণ নির্দেশিকা বাস্তবায়ন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল দশটায় সুবাহ্ সামাজিক উন্নয়ন সংস্থার সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সুবাহ নির্বাহী পরিচালক মঈন-উল-আলমের সভাপত্বিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিরাজুল ইসলাম চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আমঝুপি ইউনিয়ন পরিষদ, বিশেষ অতিথি হিসাসব উপস্থিত ছিলেন জনাব মারুফ আহামেদ, অধ্যক্ষ আমঝুপি আইডিয়াল স্কুল, উপস্থিত ছিলেন জনাব তরিকুল ইসলাম মেহেরপুর সদর উপজেলার ষ্যেনিটারী ইন্সেপেক্টর, বক্তব্য রাখেন মোছাঃ আনজুমান আরা সংরক্ষিত মহিলা সদস্য আমঝুপি ইউনিয়ন পরিষদ, উপস্থিত ছিলেন জনাব মহিবুল আলম নির্বাহী পরিচালক শানঘাট পল্লী উন্নয়ন সংস্থা, আবু আবিদ নির্বাহী পরিচালক সোসাইটি ফর দি প্রোমোশন অব হিউম্যান রাইটস, অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন মঈন-উল-আলম নির্বাহী পরিচালক সুবাহ সামাজিক উন্নয়ন সংস্থা। বক্তরা বলেন তামাক নিয়ন্ত্রণ নির্দেশিকা পালনে স্থানীয় সরকারের সক্রিয় ভূমিকা জরুরি।