আমঝুপি ইউপির ৫নং ওয়ার্ডে
মেহেরপুরের চোখ ডট কম, মেহেরপুর:
মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫ নং ওয়ার্ড মেম্বর পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন আবুল কাশেম। আমঝুপি উত্তরপাড়ার অংশ বিশেষ ও ইসলামনগর নিয়ে গঠিত এ ওয়ার্ডের বর্তমান মেম্বর আবুল কাশেম।
সোমবার বিকেলে আবুল কাশেম তার ওয়ার্ড থেকে সমর্থকদের নিয়ে নির্বাচন অফিসে পৌঁছান। মোটর সাইকেল শোভাযাত্রার মাধ্যমে নেতাকর্মীরা তাকে নিয়ে যায়। মনোনয়নপত্র দাখিল করার সময় ওয়ার্ডের প্রবীণ রাজনীতিবীদ আফাজ উদ্দীন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রবি, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, ইসলামনগর জামে মসজিদ পরিচালনা কমিটি সভাপতি নূর নবীসহ ওয়ার্ডের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আমঝুপি ইউপির ৫নং ওয়ার্ডে বর্তমান মেম্বরের পাশাপাশি আরও কয়েকজন মনোনয়নপত্র দাখিল করেছেন বলে জানা গেছে।
আগামি ১৫ জুন আমঝুপিসহ সদর উপজেরার চারটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।
ইউনিয়ন পরিষদ নির্বাচনের আরও খবর