গাংনীর উপজেলার আমতৈল মাধ্যমিক বিদ্যালয়ে হয়ে গেল নবীন বরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা।
এম চোখ ডটকম,গাংনী:
গাংনীর উপজেলার আমতৈল মাধ্যমিক বিদ্যালয়ে হয়ে গেল নবীন বরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় আর নতুনদের বরণ করা হয়।
পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। পরে ফুল দিয়ে বরণ করা হয় বিদ্যালয়ে এ বছর ভর্তি হওয়া নতুন ছাত্রছাত্রীদের। একইসাথে উজ্জল ভবিষ্যত কামনা করে এসএসসি পরীক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় বিদ্যালয়ের উপহার।
অনুষ্ঠানে মিলিত হয়েছিলেন বিদ্যালয়ের ছাত্রছাত্রী, অভিভাক, শিক্ষকসহ এলাকার সুধিজনেরা। ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা পর্যদের সভাপতি শফিকুল ইসলাম শফিক, বিদ্যালয়টির প্রাক্তন প্রধান শিক্ষক মিজানুর রহমান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শহিবুল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, মজনুল হক, দেলোয়ার হোসেন, লোকমান হোসেন, মোয়াজ্জেম হোসেন, সিরাজুল ইসলাম, আবুল হোসেন, রেজাউল ও ইউপি সদস্য আরিফুল ইসলাম সোজা, সহকারী শিক্ষক সাইফুল ইসলাম, আব্বাস উদ্দিন, শাহালম ইসলাম, রুহুল আমীন, মুকুল ইসলাম, জহরুল ইসলাম, আফরোজা খাতুন, রুবিনা খাতুন, মোছা: কামরুন্নাহার, আবু সাঈদ, প্রমুখ।