আমাদের জন্মভূমি মেহেরপুর সেচ্ছাসেবী সংগঠন এর পক্ষ থেকে বিনামূল্যে পাখি ভ্যান উপহার
এম চোখ ডটকম,মুজিবনগর:
আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আমাদের জন্মভূমি মেহেরপুর নামের একটি সেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে অসহায় একজন ব্যাক্তিকে পাখিভ্যান উপহার দেয়া হয়েছে । শুক্রবার দুপুরে মুজিবনগর স্মৃতিস্তম্ভের সামনে উপজেলার কাঠালপোতা গ্রামের অসহায় আসলাম হোসেনকে পাখি ভ্যানটি প্রদান করা হয়। আমাদের জন্মভূমি মেহেরপুর সেচ্ছাসেবী সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক আশিক বিন মহাসিনের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন মুজিবনগর উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম মোল্লা।
এসময় সংগঠনের দায়িত্ব প্রাপ্ত সেচ্ছাসেবী গণসহ বিভিন্ন শ্রেনি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সংগঠনের দায়িত্ব প্রাপ্তরা বলেন, আমাদের উদ্দেশ্য ছিল মানবিক সমাজ গড়ে তোলা এবং পাশাপাশি স্মার্ট মেহেরপুর গড়ে তোলা। এরই লক্ষ্যে আমরা এগিয়ে নিয়ে চলেছি সমাজের অসহায় মানুষদের সাহায্য সহযোগিতা ও বেকারত্ব দূরীকরণে কর্মসংস্থান সৃষ্টি করা । আশা করি, কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সদা প্রস্তুত থাকবে স্বপ্নবাজ তরুনদের নিরলস প্রচেষ্টায় গড়ে তোলা সংগঠন “আমাদের জম্মভূমি মেহেরপুর ।