আমাদের জন্মভূমি মেহেরপুর (এজেএম) এর পক্ষ থেকে সেলাই মেশিন বিতরণ
এম চোখ ডটকম,মুজিবনগর: স্বপ্নবাজ তরুণদের নিরলস প্রচেষ্টায় আমাদের জন্মভূমি মেহেরপুরের উদ্যোগে মেহেরপুর জেলার কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করেছে । শুক্রবার সকাল ১০ টায় যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের হলরুমে আমাদের জন্মভূমি মেহেরপুর (এজেএম) এর সভাপতি সেলিম রেজার সভাপতিত্বে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী কাদের মোহাম্মদ ফজলে রাব্বি জেলা সমাজসেবা কার্যালয় মেহেরপুর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , মেহেরপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক রফিকুল আলম, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী মোঃ আবুল মনসুর উক্ত অনুষ্ঠানে আমাদের জন্মভূমি মেহেরপুর (এজেএম) এর সকল কার্যক্রম তুলে ধরেন সহ সাংগঠনিক সম্পাদক নাইমুর রহমান দুর্জয় , বক্তব্য রাখেন মামুনুর রশিদ বিজন । (এজেএম) এর সকল সদস্য ও মেহেরপুর জেলার ২০ ইউনিয়ন থেকে সেলাই মেশিন গ্ৰহনকারী গন উপস্থিত ছিলেন । মেহেরপুর জেলায় ২০ ইউনিয়নে মোট ২০ জনের হতে এই সেলাই মেশিন তুলে দেয়া হয়। উক্ত অনুষ্ঠানে সার্বিক সঞ্চালনা করেন নাবফিউল ইসলাম ।