আ.লীগের মনোনয়নপত্র সংগ্রহ করলেন গাংনীর এমপি সাহিদুজ্জামান
এম চোখ ডট কম, গাংনী:
মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান আবারও চাইলেন নৌকার টিকিট। নৌকা প্রতীক পাওয়ার আশায় শনিবার বিকেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি দলীয় মনোনয়নপত্র ক্রয় করেন।
জানা গেছে, স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে নিয়ে রোববার তিনি মনোনয়নপত্র দাখিল করবেন।
মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদে ছিলেন দীর্ঘদিন। এমপি থাকা অবস্থায় ২০২২ সালে ত্রিবার্ষিক কাউন্সিলে আবার সভাপতি নির্বাচিত হন তিনি।
সাহিদুজ্জামান খোকনের রয়েছে দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার। ছাত্রলীগের ত্যাগী নেতা হিসেবে আওয়ামী লীগে জায়গা করে নিয়েছিলেন তিনি। রাজনৈতিক জীবনে বহু ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়েই তার সময় অতিবাহিত হয়েছে। তবে দীর্ঘদিন ধরে এমপি পদে মনোনয়ন আশা করলেও ২০১৮ সালের নির্বাচনের আগে তা জোটেনি।
২০১৮ সালে নির্বাচনের এমপি নির্বাচিত হওয়ায়ার মধ্য দিয়ে মূলত রাজনীতির এক নুতন অধ্যায় শুরু করেন সাহিদুজ্জামান খোকন। দলের ত্যাগি ও নির্যাতিত নেতা হিসেবে তিনি মনোনয়ন পেয়েছিলেন। গেল ৫ বছর তিনি এমপি হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন।
এমপি হিসেবে সরকারি নানা প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি রাজনৈতিক মাঠেও তিনি সক্রিয়। দলীয় কর্মসুচী পালনের পাশাপাশি সরকারের উন্নয়ন প্রচারণা চালিয়ে আসছেন তিনি।