184
ইউপি সদস্য সিরাজুল ইসলামের নিজ উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ।
এম চোখ ডটকম,মুজিবনগর: গত কয়েকদিন ধরে বাংলাদেশের একটি বড় অংশ জুড়ে যে শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে তাতে বিপর্যয় হয়ে পড়েছে স্বাভাবিক জনজীবন । হাড় কাঁপানো শীতের কষ্ট নিবারণের লক্ষ্যে মুজিবনগর উপজেলার মোনাখালী ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য সিরাজুল ইসলামের নিজ উদ্যোগে শীতার্তদের মাঝে বিতরণ করেছে । শুক্রবার সকালে ইউপি সদস্য সিরাজুল ইসলামের নিজ বাসভবনে সামনে অসহায় দারিদ্র্যদের মাঝে নিজ হাতে শীতবস্ত্র কম্বল তুলে দেন সিরাজুল ইসলাম সাথে ছিলেন রামনগর গ্রামের আব্দুল আলিম, পলাশ ও কামিরুল প্রমুখ। ৮ নং ওয়ার্ডের মোট ১০০ জনের মাঝে এই শীতবস্ত্র কম্বল বিতরন করা হয়।