170
ইম্প্যাক্ট মুজিবনগর শাখার পক্ষ থেকে কম্বল বিতরণ
এম চোখ ডটকম,মুজিবনগর: : ইম্প্যাক্ট মুজিবনগর শাখার পক্ষ থেকে শীতার্ত মাতৃ ক্লাবের সদস্যদের মাঝে হাড় কাঁপানো শীতের কষ্ট নিবারণের লক্ষ্যে কম্বল বিতরণ করেছে । বুধবার সকাল ১০ টায় ইম্প্যাক্ট মুজিবনগর শাখায় কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাতৃ ক্লাবের সদস্যদের হতে শীতবস্ত্র কম্বল তুলে দেন মুজিবনগর উপজেলা সহকারী কমিশন ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুস সাদাত রত্ন। এ সময় আরো ছিলেন ইম্প্যাক্ট মেহেরপুর প্রশাসক শফিকুল ইসলাম, মুজিবনগর উপজেলা শাখা ম্যানেজার সোহেল আহমেদ, মাঠ সংগঠন ইসমাইল হোসেন সহ মাতৃক্লাবের সকল সদস্যগণ উপস্থিত ছিলেন। উপজেলার বিভিন্ন গ্ৰামের ইম্প্যাক্ট মাতৃ ক্লাবের সদস্যদের মাঝে ১০০ টি কম্বল বিতরণ করেন।