225
ঈদে মিলাদুন্নবী (স.)উদযাপন উপলক্ষে মেহেরপুরে বর্ণাঢ্য র্যালি
এম চোখ ডটকম,গাংনী;
ঈদে মিলাদুন্নবী (স.) উদযাপন উপলক্ষে গাংনীতে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। গাংনী দারুস সুন্নাত মুক্তারিয়া হাফেজিয়া হাফেজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিংয়ের উদ্যোগে আয়োজিত এই র্যালিতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।
আজ বৃহস্পতিবার সকাল দশটার দিকে মাদ্রাসা প্রাঙ্গণ থেকে র্যালি টি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মাদ্রাসা প্রাঙ্গনে ফিরে শেষ হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন আয়োজক শিক্ষা প্রতিষ্ঠানের সুপার নাজমুল হক ফারুকী ও সহকারী শিক্ষক মাওলানা রুহুল আমিনসহ মাদ্রাসার ছাত্র শিক্ষকসহ মাদ্রাসা পাড়ার মুসল্লিবৃন্দ।