উপজেলা নির্বাচন ।। মেহেরপুরে বিএনপি এক বাকি সব আওয়ামী লীগের
মেহেরপুরের চোখ ডট কম, মেহেরপুর :
মেহেরপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে ৫ জন এবং মুজিবনগর উপজেলায় ৪ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। আজ সোমবার বিকেলে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে প্রার্থীরা অনলাইনে তাদের মনোনয়নপত্র দাখিল করেন। দলীয় প্রতীক বাদে সব প্রার্থীই স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে এক প্রার্থী ছাড়া বিএনপি ও জামায়াত সমর্থীত কোন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেননি।
সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদের প্রার্থীরা হলেন- জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম ইব্রাহিম শাহীন, সহ সভাপতি আব্দুল মান্নান, আওয়ামী লীগ নেতা নিশান সাবের, আনারুল ইসলাম ও আবুল হাসেম।
মুজিবনগর উপজেলা চেয়ারম্যান পদে চার জন হলেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি চেয়ারম্যান রফিকুল ইসলাম তোতা, সাবেক সাধারণ সম্পাদক আমাম হোসেন মিলু, আওয়ামী লীগ নেতা কামরুল হাসান ও মাহবুব রহমান।
এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে সদরে আবুল হাসেম ও শাহীন। মুজিবনগরে বি এম জাহিদ হাসান ও মতিউর রহমান। মহিলা ভাইস চেয়ারম্যান পদে সদরে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান লতিফুন নেছা লতা, সামিউন বাসিরা ও রোমানা আহম্মেদ এবং মুজিবনগর উপজেলায় তকলীমা ও আফরোজা খাতুন মনোনয়নপত্র দাখিল করেছেন। মেহেরপুর জেলা নির্বাচন অফিস সুত্রে এ তথ্য জানা গেছে।
রুমানা আহম্মেদ মেহেরপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক। এর আগে একবার তিনি মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।
প্রথম ধাপে ১৫২ উপজেলা পরিষদ নির্বাচনে মেহেরপুর সদর ও মুজিবনগর উপজেলা পরিষদ । আগামি ৮ মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।