উপজেলা নির্বাচন থেকে সরে গেলেন মেহেরপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক
মেহেরপুরের চোখ ডটকম, মেহেরপুর :
মেহেরপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী রোমান আহমেদ নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছেন। এই সরকারের অধীনে সকল নির্বাচন বর্জনে বিএনপির সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে ব্যক্তিগতভাবে এই সিদ্ধান্ত নিয়েছেন। আজ রোববার দুপুরে মেহেরপুর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি নির্বাচনের সকল কার্যক্রম থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।
রুমানা আহমেদ মেহেরপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক। তিনি সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান। দলীয় সিদ্ধান্ত অপেক্ষা করে তিনি এ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী হন। ২২ মে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল। তবে রুমানা আহমেদ তার অবস্থানে অনড় ছিলেন। এরপরে ২৭ এপ্রিল তাকে দল থেকে বহিষ্কার করে মেহেরপুর জেলা বিএনপি।
বহিষ্কারের বিষয়ে রোমানা আহমেদ বলেন, দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করা আসার অনিচ্ছাকৃত ভুল। মনোনয়নপত্র দাখিল করলেও আমি কারো কাছে ভোট চাইতে যায়নি এবং নির্বাচনের কোন কার্যক্রম চালায়নি। প্রার্থী হওয়ার ভুলের জন্ দলীয় নীতি নির্ধারক এবং মেহেরপুর জেলার নেতাকর্মীদের কাছে আমি ক্ষমাপ্রার্থী।
সংবাদ সম্মেলনে রুমানা আহমেদের সাথে আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুর রহমান।