ঐক্য এবং সম্মৃদ্ধির সমাজ গড়ার ডাক দিলেন গাংনীর নব নির্বাচিত এমপি ডাঃ সাগর
এম চোখ ডট কম, গাংনী:
মেহেরপুর-২ (গাংনী) আসনের নব নির্বাচিত সংসদ সদস্য ডাঃ আবু সালেহ মোহাম্মদ নাজমুল হক সাগর বলেছেন, সম্মানিত ভোটাররা আমাকে ভোট দিয়ে সম্মানিত করেছেন। তাদের ভালবাসা নিয়েই আগামির স্মার্ট গাংনী গড়বো। এখন বিজয় উল্লাস করার সময় আসেনি। আগামি ৫ বছর পরে জনগণ যদি আবার আমাদের চায় তাহলে সেদিন হবে আনন্দ মিছিল। আপনারা যারা দায়িত্ব নিয়ে ভোট করেছেন তাদের সবার প্রতি জনগণের প্রত্যাশা পূরণের এই দায়িত্ব অর্পিত হয়েছে। তাই আমরা ঐক্যের সমাজ গড়ব, আমরা সম্মৃদ্ধির সমাজ গড়বো। ঐক্য ও সম্মৃদ্ধির সমাজের মাধ্যমেই সকলে মিলে জনগণের প্রত্যাশা পূরণ করবো ইনশাল্লাহ।
বৃহস্পতিবার দুপুরে গাংনী উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ আয়োজিত বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় ঐক্য ও সম্মৃদ্ধির সমাজ গঠনের এ ডাক দেন তিনি।
কৃষিক্ষেত্রের উন্নয়নের লক্ষ্যে মাঠের রাস্তাগুলো অগ্রাধিকার পাবে উল্লেখ করে বক্তৃতায় গাংনীর এমপি বলেন, কৃষিক্ষেত্রে আমাদের যে উন্নয়ন হয়েছে তাতে কৃষি এখন স্বয়ংসম্পূর্ণ। তবে আমার কৃষক এখনও পর্যন্ত তাদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূলটা এখনও সব ক্ষেত্রে পাচ্ছেন না। নায্যমূল নিশ্চিত করতে না পারলে তারা আগের মতই সেই তামাক চাষের দিকে চলে যেতে পারেন। আমরা তামাক চাষে ফিরে যেতে চায় না। আমাদের চাষীরা যাতে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করার জন্য যে খাদ্য ফসল উৎপাদন করছেন সেই ফসলেই যেন থাকেন আমরা সেই চেষ্টা করবো। সেক্ষেত্রে কৃষি ক্ষেত্রে অবকাঠামাগত উন্নয়ন, কৃষি বিপণন এবং খাদ্য শস্য সংরক্ষণের যে ব্যবস্থা করার দরকার তা আমরা যথাযথভাবে নিশ্চিত করতে চায়।
যুবক তরুণদের সঠিক পথ দেখানোর আশা ব্যক্ত করে এমপি আরও বলেন, স্বাস্থ্যখাতের উন্নয়নের জন্য বিশেষ নজর থাকবে। আমরা আগামি তিন মাসের মধ্যে ইউনিয়ন সাব সেন্টারগুলো পুরোপুরি সক্রিয় করব ইনশাল্লাহ।
শিক্ষার বিষয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার হবে জানিয়ে শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে নজরদারি করবো। তবে এতে শিক্ষকরা ভয় পাবেন না। আমাদের নজরদারি শিক্ষকদের উপর চাপ সৃষ্টির জন্য নয়। নজরদারি হবে শিক্ষক এবং শিক্ষার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করার জন্য। যাতে আপনারা শিক্ষার্থীদের আরও কাছে নিয়ে আসতে পারেন। এবং আমাদের আগামি প্রজন্ম যেন স্মার্ট তৈরী হয়। সেজন্য আপনাদের কি কি প্রয়োজন হয় সেলক্ষ্যে আমরা স্কুলগুলোতে যাবো।
মাদক, জুয়া ও সুদমুক্ত সমাজ গঠনের জন্য শুধু পুলিশ কিংবা প্রশাসনের উপর দায়িত্বই রয়েছে তা নয়; এসকল সমস্যা সমাধানে সবাইকে একসাথে দায়িত্ব নিয়ে কাজ করার আহবান জানান ডাঃ আবু সালেহ মোহাম্মদ নাজমুল হক সাগর।
অনুষ্ঠানে গাংনী উপজলো পরষিদ চেয়ারম্যান এমএ খালেকের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন গাংনী পৌর মেয়র আহম্মেদ আলী, গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম কুমার সাহা, গাংনী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাড. একেএম শফিকুল আলম, সাবেক পৌর মেয়র আশরাফুল ইসলাম, গাংনী মহিলা ডিগ্রি কলেজ অধ্যক্ষ খোরশেদ আলী, গাংনী প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মাহাবুব আলম, গাংনী পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবুসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
অনুষ্ঠানে উপজেলা পরিষদের উপদেষ্টা নব নির্বাচিত এমপি ডাঃ আবু সালেহ মোহাম্মদ নাজমুল হক সাগরকে ক্রেস্ট ও ফুল দিয়ে বরণ করেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসার।