কুষ্টিয়া ব্লাড ডোনার্স ক্লাব ২.০ এর উদ্যোগে ক্যাপ ও শরবত বিতরণ
মেহেরপুরের চোখ ডটকম, কুষ্টিয়া :
কুষ্টিয়া শহরের বিভিন্ন পয়েন্টে বিনামূল্যে ক্যাপ ও শরবত বিতরণ করেছে রক্তদান সংগঠন কুষ্টিয়া ব্লাড ডোনার্স ক্লাব ২.০।
বৃহস্পতিবার ২মে বেলা ১২টায় রক্তদান সংগঠন কুষ্টিয়া ব্লাড ডোনার্স ক্লাব ২.০ এর উদ্যোগে বিনামূল্যে এ ক্যাপ ও শরবত বিতরণ করেন ক্লাবের স্বেচ্ছাসেবী সদস্যরা। বিগত কয়েক সপ্তাহ যাবত দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের জেলা তথা বৃহত্তর কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর অঞ্চলে তীব্র তাপ প্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। এমন সময় সড়কে চলাচল পথচারীদের মাঝে বিনামূল্যে স্বাস্থ্য সম্মত শরবত ও রোধের উত্তাপ নিরোধে মাথায় পরিহিত ক্যাপ বিতরণ কার্যক্রম শহরে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।
সংগঠনটির প্রতিষ্ঠাতা রাকিব হোসেন বলেন, বিগত কয়েক সপ্তাহ সারা দেশে যে তীব্র তাপ প্রবাহ চলছে তাতে প্রচন্ড গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে সাধারণ মানুষ। তাই খেটে খাওয়া মানুষ ও সাধারণ পথচারীদের তৃষ্ণা মেটানোর জন্য প্রায় ৫০০ জন পথচারীদের মাঝে বিশুদ্ধ পানি ও শরবত ও ৩০ জন রিক্সা চালকদের মাঝে ক্যাপ বিতরণ করা হয়।
তিনি আরো বলেন, এই কঠিন সময়ে সমাজের সামর্থ্যবানদের উচিত এ সকল নিম্ন আয়ের ও অসহায় মানুষের পাশে থাকা। তাদের কষ্ট গুলো কিছুটা হলেও ভাগাভাগি করে নেওয়া।