কোন আতর্জাতিক চাপ নয়, আগামী নির্বাচন হবে সংবিধান অনুযায়ী—প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা
এম চোখ ডট কম, গাংনী:
আন্তর্জাতিক চাপ রয়েছে, নির্বাচনকালীন সরকার; না তত্বাধায়ক সরকার বুঝি না, আগামী সংসদ নির্বাচন হবে সংবিধান অনুযায়ী। এমন দাবি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা ও আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক কবীর বিন আনোয়ার। আজ শনিবার দুপুরে মেহেরপুর জেলা আওয়ামী লীগ কার্যালয় স্মার্ট কর্ণার উদ্বোধনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথাগুলো বলেন।
তিনি আরো বলেন, স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে সকল নির্বাচনে আন্তর্জাতিক চাপ ও ষড়যন্ত্র ছিল। কখনই কোন চাপের কাছে মাথানত করেননি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোন চাপ নয় একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের কথা ভাবছে সরকার। নির্বাচনকালীন সরকার না তত্বাবধায়ক সরকারের অধীনে আগামী নির্বাচন হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন নির্বাচন হবে সংবিধান অনূযায়ী।
এছাড়াও তিনি বলেন, দেশের প্রতিটি জেলা-উপজেলায় আওয়ামী লীগের স্মার্ট কর্ণার লঞ্চিংয়ের উদ্বোধন করা হচ্ছে। যেখান থেকে অনলাইন ভিত্তিক আওয়ামী লীগের সকল রাজনৈতিক কর্মকান্ড পরিচালনা করা হবে। এখান থেকেই সকল প্রকার গুজব, ষড়যন্ত্র ভার্চুয়ারী মোকাবেলা করা হবে। এছাড়াও কোন অপশক্তি যাতে আওয়ামী লীগে প্রবেশ করতে না পারে সেজন্য ছাত্র অবস্থা থেকে শুরু করে আওয়ামী লীগের সকল নেতা-কর্মীর নাম ডাটাবেজে থাকবে।
বেলা সাড়ে ১১ টার দিকে মেহেরপুর পৌরসভা সংলগ্ন জেলা আওয়ামী লীগ অফিসে স্মার্ট কর্ণার লঞ্চিং উদ্বোধন করেন তিনি। পরে প্রধান অতিথি হিসেবে যোগ দেন জেলা শিল্পকলা একাডেমীতে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সবায়। এ সময় সেখানে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম.এ খালেক. যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. ইব্রাহীম শাহীন, গাংনী উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোকলেছুর রহমান মুকুল, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম ও গাংনী পৌর মেয়র আহম্মেদ আলীৎ সহ জেলা আওয়ামী লীগ নেৃতবৃন্দ।
আরও পড়ুন : পার্লারে মেয়েরা সময় কাটাতে আসে : কনা (ভিডিও) মেহেরপুর থেকে সরাসরি কক্সবাজারের বাসের যাত্রা শুরু