খুলনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফল করতে মুজিবনগরে আলোচনা সভা
এম চোখ ডটকম, মুজিবনগর :
আগামী ১৩ নভেম্বর দুপুর দুইটাই খুলনা সার্কিট হাউস মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির ভাষণ বঙ্গুবন্ধু কন্যা ও বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।
উক্ত জনসভা কে সফল করতে আলোচনা সভা করেছে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মুজিবনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়া উদ্দিন বিশ্বাস।
আজ শুক্রবার বিকেলে উপজেলার কেদারগঞ্জ বাজারে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য ও মুজিবনগর উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান চাদু, দারিয়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল ইসলাম ,সাবেক ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন, সাবেক উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোনাল উদ্দিন, বাগোয়ান ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খায়রুল ইসলাম ইতা ,ইউপি সদস্য রফিকুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আবুবক্কর, ইউপি সদস্য সানোয়ার হোসেন দানা, ইউপি সদস্য ওমর ফারুক, ইউপি সদস্য রিপন আলী, সাবেক ইউপি সদস্য সংকর বিশ্বাস, সাবেক ইউপি সদস্য দিলিপ মল্লিক, আওয়ামী লীগ নেতা সোহেল সহ উপজেলা,ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।