এম চোখ ডটকম,গাংনী: গাংনীর রুয়েরকান্দি গ্রামের মৃত জাব্বারুলের স্ত্রীকে ২৫ হাজার টাকার অনুদানের চেক প্রদান করেছেন উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতু। আজ রোব্বার বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে এ চেক প্রতান করা হয়। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিরঞ্জন চক্রবর্তী ও গাংনী প্রেসক্লাব সভাপতি তৌহিদ উদ দৌলা রেজা উপস্থিত ছিলেন। জানা গেছে, ১২ আগস্ট মাঠে কাজ করার সময় হঠাৎ বজ্রঘাতে মারা যান জাব্বারুল। তার অকাল মৃত্যুতে গোটা পরিবার অসহায় হয়ে পড়ে। পরে জাব্বারুলের স্ত্রী মুসতারা বেগম উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি আবেদন করেন। বিষয়টি বিবেচনা পূর্বক ওই পরিবারকে ২৫ হাজার টাকার অনুদানের চেক প্রদান করা হয়।