গাংনীতে অবরোধের প্রতিবাদে মোটরসাইকেল শোভাযাত্রা ও সমাবেশ
এম চোখ ডটকম,গাংনী: বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের প্রতিবাদে মেহেরপুরের গাংনীতে মোটরসাইকেল শোভাযাত্রা ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মেহেরপুর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা: এ এস এম নাজমুল হক সাগরের নেতৃত্বে বৃহস্পতিবার বিকেল চারটায় উপজেলার বামন্দী থেকে ৪ শতাধিক মোটরসাইকেল, মাইক্রোবাস নিয়ে উপজেলার বিভিন্ন গ্রাম প্রদক্ষিণ শেষে গাংনী বাজার বাসস্ট্যান্ডে সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় তারা বিএনপি ও জামায়াতের বিরুদ্ধে হরতাল অবরোধের নামে অগ্নি সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে বক্তব্য প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য সেলিনা আক্তার বানু। গাংনীয় উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মোশারফ হোসেন শেখ, বামুন্দী ইউনিয়ন কৃষক লীগের সভাপতি জিয়ারুল হক, মোটমুড়া ইউনিয়ন কৃষক লীগের সভাপতি ইশতিয়াক আহমেদ চঞ্চল, উপজেলা শ্রমিক লীগের সভাপতি রিপন, সহ-সভাপতি শওকত আলী, আইন বিষয়ক সম্পাদক রিন্টু, সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন, জেলা ছাত্রলীগের সহসভাপতি শাহাজান আলী, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি তরিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুন্না, মটমুড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি লিখন, সাধারণ সম্পাদক সাহারুল ইসলামসহ নেতৃবৃন্দ। মোটরসাইকেল শোভাযাত্রা ও শান্তি সমাবেশে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।