202
গাংনীতে অবরোধের বিরুদ্ধে শান্তি সমাবেশ
এম চোখ ডট কম, গাংনী: বিএনপি’র ডাকা অবরোধের প্রতিবাদে মেহেরপুরের গাংনী উপজেলা শহরে শান্তি সমাবেশ ও বিক্ষোভ করেছে আওয়ামী লীগ। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান মুকুলের নেতৃত্বে আজ সকাল আটটা থেকে শহরের বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছে আওয়ামী লীগ নেতা কর্মীরা। তবে অবরোধের স্বপক্ষে বিএনপি কোন কর্মসূচি নেই। শান্তি সমাবেশটি থানা সড়ক থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন স্থানে প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ডে সমাবেশের মাধ্যমে অবস্থান নেয় আওয়ামী লীগ নেতা কর্মীরা। শহরের গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নিয়ে অবরোধের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন তারা। সমাবেশে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আক্তারুজ্জামান বাবু, উ্পজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নবীরুদ্দীন, পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাকির হোসেন বাচ্চু, উপজেলা ছাত্রলীগ সভাপতি আমিনুল ইসলাম সেন্টু, পৌর ছাত্রলীগের সভাপতি ডালিম রানা, সাধারণ সম্পাদক নাসিরুল ইসলাম, মোহন ও ছাত্রলীগ নেতা,মশিউর রহমান ও ঝন্টুসহ নেতৃবৃন্দ।