এম চোখ ডট কম, গাংনী:
মেহেরপুরের গাংনী উপজেলার বিভিন্ন এলাকার গরিব অসহায় ৩ শতাধিক নারীকে শীতবস্ত্র হিসেবে চাদর প্রদান করা হয়েছে। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত এ শীতবস্ত্র বিতরণ করেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন।
সোমবার বিকেলে গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাংনী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা। প্রধান অতিথি ছিলেন মেহেরপুর ২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন। বিশেষ অতিথি ছিলেন গাংনী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু, জেলা আওয়ামী লীগের মহিলা আওয়ামী লীগের বিষয়ক সম্পাদক নুর জাহান বেগম, এমপি পত্নী লায়লা আরজুমান বানু, আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান আতু। বিভিন্ন গ্রাম থেকে আগত নারীদেরকে একটি করে চাদর প্রদান করা অনুষ্ঠান থেকে।
গাংনীতে অসহায় নারীদের মাঝে চাদর
previous post