এম চোখ ডটকম,গাংনী: গাংনীতে আইনশৃঙ্খলা ও চোরাচালান কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮মে) সকাল ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন মেহেরপুর -২ গাংনী আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন । উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতুর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন,গাংনী উপজেলা চেয়ারম্যান এম,এ, খালেক গাংনী পৌরমেয়র আহম্মেদ আলী, ও গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক প্রমুখ । সভায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, চোরাচালান বৃদ্ধি ছাড়াও বিভিন্ন ইটভাটায় মাটি বহনের কারণে রাস্তাঘাট চলাচল অনুপযোগির কথা উল্লেখ করা হয়। উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাগণ বিষয়টি সমাধান কল্পে ব্যবস্থা নেবেন বলে সম্মতি জ্ঞাপণ করেন। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
গাংনীতে আইনশৃঙ্খলা কমিটির সভা
240
previous post