গাংনীতে আওয়ামীলীগের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা
এম চোখ ডট কম, গাংনী:
মেহেরপুরের গাংনীতে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা করেছে ছাত্রলীগ। বুধবার বিকেলে শোভাযাত্রাটি গাংনী সিদ্দিকীয় সিনিয়র মাদ্রাসা থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। গাংনী উপজেলা ছাত্রলীগের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে ছিলেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন।
শোভাযাত্রা শেষে সিদ্দিকীয় সিনিয়র মাদ্রাসা প্রাঙ্গণে সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি মাজেদুল ইসলাম রিমনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন এমপি মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন, মেহেরপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুনতাছির জামান মৃদুল, গাংনী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনি, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু, সাহারবাটি ইউপি চেয়ারম্যান মশিউর রহমান ও পৌর যুবলীগের সাধারণ সম্পাদক রাহিবুল ইসলাম।