গাংনীতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ
এম চোখ ডট কম গাংনী: বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিএনপি নেতা কর্তৃক কবরস্থানে পাঠানোর হুমকির প্রতিবাদে মেহেরপুরের গাংনীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বিকেলে গাংনী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোকলেছুর রহমান মুকুলের উদ্যোগে এ অনুষ্ঠান করা হয়। বিকেলে গাংনী থানা রোডস্থ মোকলেছুর রহমান মুকুলের বাসভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলে অংশগ্রহণকারী আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিএনপি জামাতের বিরুদ্ধে নানা স্লোগান দেয়। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন তুলে ধরেও স্লোগান দেয় নেতাকর্মীরা। মিছিলটি গাংনী শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মিছিল শুরুর স্থানে গিয়ে সমাবেশের মাধ্যমে সম্পন্ন হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তৃতায় মোকলেছুর রহমান মুকুল তীব্র প্রতিবাদ জানিয়ে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকিদাতা রাজশাহী বিএনপি নেতা আবু সাঈদকে দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক সাজা দাবি করেন। সমাবেশে সভাপতিত্ব করেন মটমুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ বারি। সঞ্চালনায় ছিলেন পৌর ছাত্রলীগ সভাপতি ডালিম রানা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা যুবলীগের সহ সভাপতি নবীর উদ্দিন, আওয়ামী লীগ নেতা আব্দুর রব, আখতারুজ্জামান বাবু, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন বাচ্চু, উপজেলা যুবলীগ নেতা অ্যাড. আহসান হাবীব গাংনী উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম সেন্টু, গাংনী পৌর ছাত্রলীগ সাধারণ সম্পাদক নাসিরুল ইসলাম মোহন, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি রাব্বি আলী, যুগ্ম সাধারণ সম্পাদক তুহিন আলী, আবীর হামজা, কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক লিজন রানা প্রমুখ।