গাংনীতে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নিজস্ব কার্যালয়ের উদ্বোধন দোয়া মাহফিল
এম চোখ ডটকম,গাংনী: বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ মেহেরপুর জেলা শাখা কার্যালয়ের উদ্বোধন ও আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ গাংনী উপজেলা শাখার সদস্য জাকির হোসেনের মৃত্যুতে তার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সন্ধ্যায় গাংনী শহরের আলিয়া মাদ্রাসা মার্কেটের দ্বিতীয় তলায় এ কার্যালয় উদ্বোধন ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আরিফুল ইসলাম সুবাহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জেলা স্বেচ্ছাসেবক লীগের নিজস্ব কার্যালয়ের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা চেয়ারম্যান এম এ খালেক। এ সময় প্রধান অতিথির বক্তব্যে এম এ খালেক শেখ হাসিনা সরকারের নানাবিদ উন্নয়ন তুলে ধরেন ও আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ গাংনী উপজেলা শাখার সদস্য জাকির হোসেনের অকাল মৃত্যুতে তার রুহের মাগফেরাত কামনায় সকলের দোয়া কামনা করেন। অনুষ্ঠানে আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।