গাংনীতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
এম েচাখ ডটকম,গাংনী:
আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা করেছে গাংনী উপজেলা প্রশাসন। এ উপলক্ষে আজ বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালীটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতুর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ খালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, সহকারী কমিশনার ভূমি নাদির হোসেন শামীম। বক্তব্য রাখেন, উপজেলা নির্বাচন অফিসার কামরুল হাসান, মৎস্য অফিসার খন্দকার শহিদুর রহমান, গাংনী প্রেসক্লাব সভাপতি তৌহিদ উদ দৌলা রেজা ও সাধারণ সম্পাদক মাহাবুব আলম প্রমুখ।