30
এম চোখ ডটকম,গাংনী:
‘নারী কন্যার সুরক্ষা করি, সহিংসতা মুক্ত বিশ^ গড়ি’ এই প্রতিপাদ্যে গাংনীতে বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উৎযাপন করা হয়েছে। এ উপলক্ষে আজ সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে পৌরসভা প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। পরে পৌর সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গাংনী মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথী ছিলেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা। বিশেষ অতিথী ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুপ্রভা রানী ও যুব উরন্নয়ন কর্মকর্তা আসাদুজ্জামান। অনুষ্ঠানে ৫ জয়ীতাকে সম্মাননা স্মারক ও পুরষ্কার প্রদান করা হয় ।