গাংনীতে আমজাদ হোসেনের নেতৃত্বে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালন
এম চোখ ডট কম, গাংনী:
বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালনে মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমজাদ হোসেনের নেতৃত্বে বিভিন্ন কর্মসুচী বাস্তবায়ন করা হয়েছে। শুক্রবার (০১ সেপ্টেম্বর) দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা আনন্দ মিছিল নিয়ে অংশ গ্রহণ করেন।
বিকেল চারটার দিকে মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আমজাদ হোসেনের নেতৃত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্ব সম্পর্কে আলোকপাত করেন আমজাদ হোসেন। এছাড়াও আগামির আন্দোলন সংগ্রাম সম্পর্কে কেন্দ্রীয় নির্দেশনার কিছু বিষয় উল্লেখ করে তত্ত¡াবধায়ক সরকারের অধীনে নির্বাচনের এক দফা এক দাবি পুনর্ব্যক্ত করেন তিনি। অনুষ্ঠানে বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান বাবুলের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির উপদেষ্টা সাবেক শিক্ষক আব্দুর রাজ্জাক, পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুল্লাহ হিল মারুফ পলাশ, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শহিদুল ইসলাম, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক ইয়ামিন হোসেন বাবলু ও উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বুলবুলসহ নেতৃবৃন্দ।