95
এম চোখ ডটকম,গাংনী: ফিলিস্তিনে ইসরায়েলী আগ্রাসন ও মুসলমানদের উপর হামলার প্রতিবাদে গাংনীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে আমিরুল ইসলাম ফাউন্ডেশন ও ঈমাম সমিতি।
শুক্রবার (১৩ অক্টোবর) বাদ জুম্মা গাংনী বাজার বাসস্ট্যান্ডে এ মানব বন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ঈমাম সমিতির গাংনী শাখার সভাপতি মাওলানা রুহুল আমিনের সভাপতিত্বে মানব বন্ধনে বক্তব্য রাখেন বাজার কমিটির সভপতি সালাউদ্দীন শাওন ও মাওলানা জাহাঙ্গীর আলম ।
প্রতিবাদ সভায় ইসরায়েলি হামলার নিন্দা জ্ঞাপন করা হয় ও ইসরায়েলী পন্য বর্জনের আহবান জানানো হয়। পরিশেষে মুসলিম উম্মাহর জন্য দোয়া ও মোনাজাত করা হয়।