165
মীর শামীম : গাংনীতে পাকা রাস্তা নষ্ট করে চলাচলের অনুপযোগী করার অভিযোগে এক ইটভাটা মালিককে ১০হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ রবিবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমি খানম ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ জরিমানা আদায় করেন।। দন্ডপ্রাপ্ত ব্যক্তির নাম রাশিদুল ইসলাম সোহাগ। তিনি উপজেলার বামুন্দী (বিবিএল) ইটভাটার মালিক।
ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এর ১৫(১) ধারা মোতাবেক এ জরিমানা আদায় করা হয়।