48
গাংনীতে ইমামের মোটরসাইকেল চুরি
এম চোখ ডটকম,গাংনী : গাংনীর ইকুড়ি জামে মসজিদের ইমাম নাজমুল হুসাইনের ব্যবহৃত মোটরসাইকেটি চুরি হয়ে গেছে। শুক্রবার মাগরিবের নামাজ পড়ার সময় মসজিদের সামনে থেকে সেটি চুরি হয়। এ ব্যাপারে রোব্বার গাংনী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। জানা গেছে, ইকুড়ি মসজিদের ইমাম প্রতিদিনের ন্যায় তার ব্যবহুত মোটর সাইকেল (হোন্ডা লিভো মেহেরপুর হ-১২-৭৩০৩) মসজিদের সামনে রেখে নামাজ পড়াতে ব্যস্ত হয়ে পড়েন। নামাজ শেষে তিনি দেখেন মোটরসাইকেলটি চুরি হয়ে গেছে। এ ব্যাপারে গাংনী থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ অভিযোগটি তদন্ত করে ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন গাংনী থানার ওসি তাজুল ইসলাম।