গাংনীতে ইয়াবাসহ দুজন আটক
এম চোখ ডট কম, গাংনী:
মাদক বিরোধী অভিযানে ৭৮ পিস পিস ইয়াবাসহ দুজনকে আটক করেছে র্যাব। মঙ্গলবার সন্ধ্যায় মেহেরপুরের গাংনীর পাঙ্গাসীপাড়া গ্রামের সড়কে এ অভিযান পরিচালনা করে র্যাব-১২ সিপিসি-৩ (গাংনী) ক্যাম্পের একটি অভিযান দল।
আটককৃতরা হচ্ছে- মেহেরপুর সদর উপজেলার কলাইডাঙ্গা গ্রামের ইউনুছ আলীর ছেলে রিন্টু বিশ^াস (৩৫) ও একই গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে সাইদ আহম্মেদ (৩৩)।
র্যাব ১২ সিপিসি ৩ কোম্পানী গাংনীর প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, র্যাবের একটি আভিযানিক দল পাঙ্গাসী গ্রামের গাংনী থেকে আমঝুপিগামী সড়কের উপর অভিযান চালায়। এসময় আটক হওয়া দু’জন একটি মোটর সাইকেলযোগে ইয়াবা নিয়ে গন্তব্যে যাচ্ছিল। র্যাব সদস্যরা তাদের কাছ থেকে ৭৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক তাদেরক আটক করেন। মাদক কেনাবেচার কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও দুটি মেবাইল ফোন জব্দ করা হয় আটককৃতদের কাছ থেকে। র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক কেনাবেচার বিষয়ে স্বীকারোক্তি রিন্টু ও সাইদ।
অভিযানের নেতৃত্বে ছিলেন র্যাব-১২ সিপিসি ৩ (গাংনী) কোম্পানী কমান্ডার সহকারি পুলিশ সুপার মনিরুজ্জামান।
এদিকে আজ বুধবার (২০ সেপ্টেম্বর) রিন্টু ও সাইদের নামে মামলা দায়ের করে তাদেরকে গাংনী থানায় সোপর্দ করেছে র্যাব। ওই মামলার আসামি হিসেবে তাদেরকে মেহেরপুর আদালতে সোপর্দ করবে গাংনী থানা পুলিশ।