187
এম চোখ ডটকম, গাংনী ;
মাসুদ রানা (২৭)নামের এক মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে র্যাব। বৃহষ্পতিবার রাত সাড়ে ৮টার দিকে র্যাব-১২ মেহেরপুরের গাংনী ক্যাম্পের একটি টীম তাকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে উদ্ধার করা হয় ১৭২ পিস ইয়াবা ট্যাবলেট।
মাসুদ রানা গাংনীর মোহাম্মদপুর গ্রামের চুড়িয়ালা পাড়ার মৃত আইয়ুব আলীর ছেলে। তার বিরুদ্ধে মামলাসহ গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।
গাংনী ক্যাম্প কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার গোলাম ফারুক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, মাসুদ রানা একজন মাদক কারবারী। তার কাছে ইয়াবা রয়েছে মর্মে সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় ১৭২ পিস ইয়াবা পাওয়া গেলে তাকে গ্রেপ্তার করে মামলাসহ গাংনী থানায় হস্তান্তর করা হয়।